Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাধারণ তথ্য

 

জোনাল সেটেলমেন্ট অফিস, টাঙ্গাইল, ভূমি মন্ত্রণালয়ের এর অধীন ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সরাসরি নিয়ন্ত্রণাধীন ভূমি রেকর্ড ও নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান ৷ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে সারা দেশে ১৯ টি জোনাল সেটেলমেন্ট অফিস রয়েছে৷ টাঙ্গাইল জোন তার একটি৷ টাঙ্গাইল জোনটি ময়মনসিংহ জোন হতে পৃথক হয়ে         ২৫-০৯-১৯৮৬ তারিখে যাত্রা শুরু করে ৷ এই জোনটি শুধু মাত্র টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত ৷ এই জেলায় ১২ টি উপজেলা রয়েছে৷ ধনবাড়ী ব্যতীত সকল উপজেলায় সহকারী সেটেলমেন্ট অফিসারের অফিস রয়েছে৷ ফলে টাঙ্গাইল জোন ১১ টি উপজেলা অফিস ও জোনাল সেটেলমেন্ট অফিস হতে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে৷

টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসের মূল কাজ হলো চলমান আর এস (রিভিশনাল সেটেলমেন্ট) জরিপের মাধ্যমে সরকারি বিভিন্ন সংস্থা এবং সকল শ্রেণীর ভূমি মালিকগণের ভূমির মৌজা ভিত্তিক রেকর্ড (খতিয়ান) এবং নকশা প্রণয়ন করা৷ বর্তমানে চলমান আরএস জরিপের কার্যক্রম অনেকটাই শেষ পর্যায়ে৷ চলমান জরিপের কার্যক্রম সমাপ্তির পর পরবর্তী জরিপের কর্মসূচী গ্রহণ করা হবে৷ পরবর্তী জরিপ হবে বর্তমান সরকারের গৃহীত ও ব্যাপক জনসমাদৃত আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ডিজটাল জরিপ৷ ডিজিটাল জরিপ পদ্ধতিতে অতিস্বল্প সময়ে এবং নিভুলভাবে খতিয়ান ও নকশা প্রস্তুত করে ভূমি মালিকগণের হাতে তুলে দেয়া সম্ভব হবে৷

                                                                        

এক নজরে টাঙ্গাইল সেটেলমেন্ট জোন ।

 

(৩১ জানুয়ারী ২০১৬পর্যন্ত)

(ক) টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসের কার্য্ক্রম শুরু হয় ২৫ সেসেপ্টেম্বর ১৯৮৬ তারিখে।

(খ) মোট  মৌজা ১৯৯৬টি, কর্মসূচী ভুক্ত মৌজার সংখ্যা ১৯৯০টি।

(গ) খতিয়ান সংখ্যা ১১,৪৫,৭৬০টি।

অগ্রগতি:

১।ট্রার্ভাস: পি-৭০সিটে১৯৮টি ন(৪টি মৌজা নদী গর্ভে থাকায় সে সময় জরিপ করা যায়নি)।

                                        

২।ব্লু-প্রিন্ট (খানাপুরিকামবুঝারত) সীটে জরিপকৃত মৌজা ১৭৯৮টি।

৩।আপত্তি: কোন আপত্তি মামলা অনিস্পন্ন নেই।

৪। আপিল:

কোন আপিল মামলা অনিস্পন্ন নেই। তবে মধুপুর উপজেলার বেকারকোনা মৌজার ১১৯টি এবং মির্জাপুর উপজেলার গোড়াই মৌজার ৪ টি মোট ১২৩টি আপিল কেসের ওপর মহামান্য হাইকোর্টে রীট থাকায় অনিস্পন্ন রয়েছে।

৫।চূড়ান্ত যাচ:        (ক) সমাপ্ত মৌজা সংখ্যা ১৮৩১টি, যাচ সমাপ্ত খতিয়ান ৯,০৯,১৬৪টি।

                         (খ) যাঁচ অসমাপ্ত মৌজা সংখ্যা ১৫৯টি, যাচ অসমাপ্ত খতিয়ান ২,৩৬,৫৯৬টি।

                          (গ) মুদ্রনে প্রেরণের অপেক্ষায- ৫৩ টি মৌজা।

৬।চূড়ান্ত মুদ্রণ:

                        (ক) মুদ্রণের জন্য প্রেরিত ১৭৭৮টি।

                         (খ) মুদ্রণ শেষে প্রাপ্ত ১৬৭৮টি।

                        

৬।চূড়ান্ত প্রকাশনা:

                        (ক) মোট প্রকাশনা সমাপ্ত মৌজা ১৬২৫টি

                        (খ) প্রকাশনার অপেক্ষায় ৫৩টি।

৮।গেজেটপ্রকাশনা:

                        (ক) গেজেট বিপ্তি প্রেরিত মৌজার সংখ্যা১৩৮৫টি 

                         ৯।বাধাই ভলিউম হস্তান্তর: 

                        (ক) মোট হস্তান্তরিত মৌজা সংখ্যা ১২১৯টি  ।

                         

১০।মোটসীট:

                        (ক) মোট সীট সংখ্যা: ২৯৮৪ টি।                                   

                        (খ) মুদ্রণ হয়েছে ২০৩৩টি।                                         

                                                                          

লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি, বায়ান্নর একুশে ফেব্রুয়ারী।......................................বাংলা ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ, শহীদ হয়েছে তারা, অক্ষয় অমর অম্লান।